সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভিক্ষুকদের মাঝে বকনা বাছুর ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে ইউএনও কার্যালয় চত্ত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নাধীন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মোট ২৫ জন ভিক্ষুকদের মধ্যে এর আগে সম্প্রতি প্রথম পর্যায়ে ১৬ জনকে এ সহয়তা প্রদান করা হয়।
এরপর অবশিষ্ট ৭ জনের মাঝে ২য় ধাপে বকনা বাছুর ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া খাতুন পরি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আমরা আশা করি ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে রায়গঞ্জ উপজেলায় ভিক্ষাবৃত্তি বন্ধসহ ভিক্ষুকরা অন্য দশজনের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে।