জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধানঘড়া উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রী কলেজ, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় ও রায়গঞ্জ বিয়াম মডেল স্কুল প্রাঙ্গণে এসব বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ পৌর মেয়র, মোঃ আব্দুল্লাহ আল-পাঠানসহ স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।