সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘাসক্ষেতে গাজা চাষকরার অপরাধে ১ জনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গতা সোমবার সকালে ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত হবিবর রহমান খানের ছেলে মোঃ হাফিজুর রহমান খানের ঘোয়াল ঘরের পিছনে ঘাসক্ষেতের মধ্যে গাজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রায়গঞ্জ থানার এস.আই সোহায়বুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬টি গাজার গাছ, যার ওজন ৪ কেজিসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি ২০১৮ সালের মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর স্বারণীয় ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং- ০৮, তারিখ- ০৮/০৭/২০২৪ইং। মামলা দায়েরের পর আসামীকে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনর রশিদ ওই ঘটনার সত্যতা স্বীকার করেন।