মাদারীপুরের কালকিনিতে একটি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে এ লাইব্রেরি উদ্বোধন করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক দুলাল সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রহমান, প্রধান শিক্ষক ইসরাত জাহান রিক্তা, হোসনেয়ারা বেগম ও ফাতেমা জোহরা প্রমুখ। উল্লেখ্য লাইব্রেরি উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগের পক্ষ্য থেকে লাইব্রেরিতে নগদ ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।