রায়গঞ্জে দস্যুতার মামলার আসামিকে নিয়ে মালামাল উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে এসআই রেজাউল ইসলাম শাহ্র মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় আসামি নাজমুলকে নিয়ে মালামাল উদ্ধার করতে নিয়ে অবুস্থলে গেলে ঐ আসামি পানিতে ঝাঁপ দেয়। এ সময় পলাতক আসামিকে ধরতে গিয়ে এসআই রেজাউল পানিতে ঝাপিয়ে পড়ে। এ সময় সঙ্গীয়ফোর্স তাকে না পেয়ে স্থানীয় ফায়র সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে খোঁজা খুঁজি করে এসআই রেজাউলকে স্বরস্বতী নদী থেকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রেজাউল ইসলাম শাহ্ নওগাঁ জেলার পতœীতলা উপজেলার আমন্ত গ্রামের মোজাম্মেল হক শাহ্র ছেলে। রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, এ সময় আসামি নাজমুল স্বরসতী নদীতে ঝাঁপ দিলে আসামি ধরার জন্য এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দেন। রেজাউল নদীতে পানিতে ডুবে মারা যান। এসআই রেজাউল রায়গঞ্জ থানার পাঙ্গাসী ফাঁড়ির ইনচার্জ-এর দায়িত্বে কর্মরত ছিলেন। মৃত্যু কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্ত জন্য মর্গে প্রেরণ করা হয়।