সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার (২৭ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল সারে ৪টার দিকে একটি র্যালি রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মেহেদী হাসান ইলিয়াসের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, রায়গঞ্জ পৌর মেয়র মো. আব্দুল্লাহ আল-পাঠন, ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ। এ সময় রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগসহ ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে দিবসটি উৎযাপন করা হয়।