সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গা থানার বাশুদেবকোল গ্রামের লম্পট শশুর আবদুস সামাদ কর্তৃক প্রতিবন্ধী পুত্র বধুকে ধর্ষণ চেষ্টার দায়ে শ্বশুরকে আটক করা হয়েছে। সলঙ্গা থানা অফিসার ইনচার্জের নেতৃতে ও সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল বিনয় কুমারের দিক নির্দেশনায় অভিযুক্ত শশুর আবদুস সামাদকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ জুলাই রোববার রাত ১১টায় স্বামী ও শাশুড়ী বাড়ীতে না থাকার সুযোগে লম্পট শশুর আবদুস সামাদ তার ছেলে আশরাফুল ইসলামের স্ত্রী প্রতিবন্ধী হাবিবা খাতুনকে কৌশলে শয়ন কক্ষে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভিতর ঢুকে শশুর আবদুস সামাদকে বিবস্ত্র অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। একাধিক বার সামাজিক ভাবে আপস মিমাংসার নামে কালক্ষেপণ করে। হাবিবা খাতুন সলঙ্গা থানার পাঁচলিয়ার তারুটিয়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার বলেন এ ঘটনায় শশুর আবদুস সামাদকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।