জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধক্কায় বাইসাইকেল আরোহী দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (১০) এর মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজুর রহমান জয়পুরহাট সদর উপজেলা ভাদসা গ্রামের সাজু মিয়ার ছেলে।
গত মঙ্গলবার বিকাল ৫ টায় ইটাখোলা - আক্কেলপুর সড়কের তেলাল মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমানের মা মৌসুমী জর্ডান প্রবাসী। বিদেশে যাওয়ার পর থেকে নিহত মোস্তাফিজুর ক্ষেতলাল উপজেলার কুসুম শহর গ্রামের নান জামাল উদ্দিন বাড়ীতে থেকে তেলাল কুশুমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়তেন। মঙ্গলবার বিকেলে পার্শবতী গ্রামের ওই স্কুল মাঠে বাইসাইকেল নিয়ে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে তেলাল মোড়ে এসে পৌছলে পিছনদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কায় দিলে সড়কে ছিটকে পরে মাথায় আঘাত পায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ক্ষেতলাল থানা পু্লশিসহ তারা ঘটনা স্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করেন।
স্থানিয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবলু বলেন, ইটাখোলা আক্কেলপুরে সড়কের তেলাল মোড় একটি ঝুঁকিপূর্ণ স্থান। এই মোড়ে ইতঃপূর্বে সড়ক দূর্ঘটনায় তিন জন ব্যক্তির প্রাণহানি হয়েছে তার মধ্যে দুইজন ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া দুইজন পুঙ্গত্ব বরণ করেছেন। এলাকাবাসী এখানে গতিরোধক দেওয়ার দাবি জানাচ্ছি।
ক্ষেতলাল থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়।