বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় চাটমোহরস্থ বেসরকারি উন্নয়ন সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) উদ্যোগে দরিদ্র ভূমিহীনদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ছাগল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল। বিশেষ অতিথি ছিলেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, এক্সিম ব্যাংক চাটমোহর উপশাখার ম্যানেজার মোঃ আঃ রাজ্জাক, প্রধান শিক্ষক আশরাফুল আলম বাচ্চু, ভূমিহীন নেতা ইসরাইল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।