সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদার টাকা নিতে এসে ঘুড়কা ইউপির ২নং ওয়ার্ড সদস্য মোঃ নওশের আলী মারপিটের শিকার হয়েছে বলে জানাগছে। এ ব্যাপারে ভূক্ত ভোগী পরীবারের পক্ষে রায়গঞ্জ থানার তেলিজানা গ্রামের আবদুল মালেকের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম বাদী হয়ে মঙ্গলবার ৩০ জুলাই সিরাজগঞ্জ আমলী আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, গত বরিবার দুপুর ২ টার দিকে রায়গঞ্জ থানার তেলিজানা গ্রামের আব্দুলকের পুত্র ইমরানের নিকট পূর্বের দাবিকৃত চাঁদার ৩ লক্ষ টাকা নিতে এসে ঘুড়কা ইউপি রয়হাটী গ্রামের মৃত কাজেম আলীর পুত্র নওশের আলী মারপিটের শিকার হয়েছেন। অপর ২ আসামি আবদুল হামিদের পুত্র রায়গঞ্জ উপজেলা ঘুড়কা ইউনিয়নের রয়হাটী গ্রামের ত্রাস চাঁদাবাজ সন্ত্রাসী সাইফুল ইসলাম ও তার ছেলে সৌরভ মটর সাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ইউপি সদস্য নওশের আলীকে ছেলা-ফুলা, যখম প্রাপ্ত হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল, সিরাজগঞ্জে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ইমরানের মাতা মনোয়ারা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ আমলী আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আদালত মামলাটি আমলে নিয়ে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদকে দতন্ত প্রতিবেদন দাখিলের নিদের্শ দিয়েছেন।