শিক্ষা মেধা ও মনন বিকাশ আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ নাসিরনগর জোনের সমন্বয়ক সৈয়দ আবু ছায়িদের সভাপতিত্বে নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আবদুল হক, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মাওলানা ইলিয়াছ মিয়া, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক সন্তোষ কুমার রায় ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিসুল ইসলাম, কৃতী শিক্ষার্থী সৌমিক রায় ও সৈয়দা সাহিরা আফরিন সারা। অনুষ্ঠানে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায়-২০২৩ সালে সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।