সংগীতের জনপ্রিয় মুখ কৌশিক হোসেন তাপস। গান বাংলা টিভির কর্ণধারও তিনি। পাশাপাশি তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত। প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছাকাছিও পৌঁছে যান তিনি। ফলে সরকারি প্রায় সকল সাংস্কৃতিক কর্মকা- আয়োজনের দায়িত্বও পেতেন তাপস। আওয়ামী লীগ শোকের মাসে সেই তাপস নিজেই এবার ফেসবুক পেজ লাল করে ফেললেন। যেমনটা করেছেন দেশের সাধারণ শিক্ষার্থীরা। শুধু তাই নয়, একটি বার্তাও দিয়েছেন কৌশিক হোসেন তাপস। লিখেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমি ব্যথিত, মর্মাহত। একজন সচেতন নাগরিক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সর্বোপর একজন মানুষ হিসেবে আর চুপ করে থাকা সম্ভব নয়। যা ঘটেছে তা অন্যায়। হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধ হোক সকল হত্যাকা-, সহিংসতা। ধ্বংসযজ্ঞ চাই না, সুবিচার চাই। কে নিশ্চিত করবেন? মাননীয় তথ্য প্রতিমন্ত্রী কী জবাব দেবেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবসময় মানবতার পাশে ছিলেন, এই দুর্দিনে আপনি জানাবেন কী এর সমাধান কোথায়? আমরা শান্তি চাই।’ তাপসের এই ভোল পাল্টানো নিয়ে ব্যাপক সমালোচনা চলছে নেটদুনিয়ায়। অনেকেই এই সংগীতশিল্পীর ফেসবুক পেজের স্ক্রিনশট শেয়ার করে লিখছেন নানা কথা। বেশির ভাগ মন্তব্যেই উঠে এসেছে- যে সময় আওয়ামী লীগ তাদের আস্থাভাজনদের কাছে চাইছেন, সে সময়ই ভোল পাল্টালেন তাপস।