বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসনের এ আহ্বানের কথা জানান তার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে আন্দোলনকারীদের প্রস্তাবিত অন্তর্বর্তী জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা আজ রাত ৮টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে।
এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।
এসময় সেনাপ্রধান বলেন, আলোচনায় জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও জাতীয় পার্টির নেতারা ছিলেন। এ ছাড়া সুশীল সমাজ এবং ড. আসিফ নজরুল ও জোনায়েদ সাকীও ছিলেন।