গণভবন থেকে গণজাগরণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিজয়ের আনন্দে ভাসছে দেশের প্রতিটি অঞ্চল। গাজীপুরের কাপাসিয়ার আপামর জনতাও সে আনন্দের জোয়ারে সামিল হয়েছে। মিছিলে মিছিলে মুখরিত হয়ে পড়ছে কাপাসিয়ার প্রতিটি অলিগলি।
সোমবার দুপুরের পর থেকেই সরকার পতনের খবরে বিজয় মিছিল করেছে ছাত্র আন্দেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকমীর্রা।
সোমবার বিকেল চারটায় কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েক হাজার মানুষের মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দফায় দফায় এ আনন্দ মিছিল চলতে থাকে। কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সন্ধ্যার পর কাপাসিয়া শহরে এক বিশাল মশাল মিছিল করেছে।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীসহ বিভিন্ন মানুষের মাঝে গণহারে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এ সময় কাপাসিয়ায় মিষ্টির দোকানে মিষ্টি সংকট দেখা দেয়।