টাঙ্গাইলের আওয়ামী লীগের এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরসহ সুবিধাভোগী নেতাদের পরিবার নিয়ে আজ রাতের মধ্যেই জেলা ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়করা। তা না হলে টাঙ্গাইলের মাটি তাদের জন্য অপেক্ষা করছে এমন হুশিয়ারী দেন তারা।
সোমবার রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম দেন সমন্বয়ক। আন্দোলন থামাতে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা আর মদদে চলেছে শিক্ষার্থীদের হত্যা, হামলা আর নির্যাতন বলে দাবি করেছেন তারা। এছাড়াও তাদের উপার্জিত সকল সম্পদ বায়েজাপ্তের দাবিও জানিয়েছেন জেলার সমন্বয়করা। এছাড়াও হামলায় জড়িত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও জেলার সমন্বয়ক ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন সিয়াম, মাহতাব হাসানসহ ১০/১২জন সমন্বয়ক।
এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।