রাজধানীর বংশাল থানা এবং যাত্রাবাড়ী থানা বিক্ষুব্ধ ছাত্রজনতা ঘেরাও করে ফেললে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ীতে ১০ জন ও বংশালে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৬৫ জন।
সোমবার (৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
এর আগে বিক্ষুব্ধ ছাত্রজনতার মিছিলে পুলিশ গুলি চালালে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে এই দুই থানা ঘেরাও করে। এ সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়।
এদিন রাত সাড়ে ১২টার দিকেও দেখা যায় আন্দোলনকারীরা বংশাল থানা ঘেরাও করে রেখেছেন এবং পুলিশ থানার ভেতর থেকে অনবরত গুলি চালিয়ে যাচ্ছে।