বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দলের পক্ষে থেকে কার নাম প্রস্তাব করা হবে, একইসঙ্গে এ সরকারের কাঠামো নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, দলের সাংগঠনিক বিষয় ও খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হবে বৈঠকে। এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় কী হবে, তা নির্ধারণ হবে বৈঠক।