নওগাঁর সাপাহার প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাপাহার প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীনের সভাপতিত্বে ক্লাবের পূর্বের কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ও সহ-সভাপতি আঃ রহিমের সিমাহীন অনিয়ম ও দূর্নীতি কারণে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ক্লাবের সিনিয়র সদস্য মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীন ও সিনিয়র সাংবাদিক বাবুল আকতারকে আহ্বায়ক করে অস্থায়ী কমিটি গঠন করা হয়। এ সময় সিনিয়র সাংবাদিক মফিজ উদ্দীন, ইব্রাহিম খলিল, কামরুল ইসলাম, সাপাহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাপ খন্দকার, সাপাহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা, সাংবাদিক প্রদীপ সাহা, সাংবাদিক শরিফ তালুকদার, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক নয়ন বাবু, সাংবাদিক তোফায়েল আহমেদ, সাংবাদিক সেলিম রেজা ও সাংবাদিক নিলুফার ইয়াসমিন কণা উপস্থিত ছিলেন।