গলাচিপা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণে ও ধর্মীয় উপাসনালয়ে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভে কবিতা অবৃত্তি ও গানের মাধ্যমে এ কর্মসূচি পালন করে ষৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক শিক্ষার্খী।
মোমবাতি প্রজ্জ্বলন করে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাহেদ হোসেন, মুসাব্বির হোসেন, পিয়াল মাহমুদ, লিমন, ফাহাদ, আকিন, হাসিব, মুরসায়ী হাবিবা মাহবুব, বরশী প্রমুখ। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাখফেরাত কামনা করেন। সাম্প্রদায়িকতা সৃষ্টি করে সংখ্যালঘুদের উপর হামলা, উপাসনালয় ধ্বংসযজ্ঞ বন্ধ ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জানমাল এবং সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের জন্য সকলের প্রতি আহবান জানান। কেউ যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার অনুরোধ করেন।