বাগেরহাটের মোল্লাহাটে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের অংশগ্রহণে মিছিলটি কেআর কলেজ থেকে শুরু করে মোল্লাহাট বাজারে গিয়ে শেষ হয়।
এছাড়া ওই মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, আপনারা আনন্দ মিছিল শেষে ফিরে গিয়ে নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ওই মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, বিএনপি নেতা মোঃ সেলিম আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মোঃ হারুন আল রশিদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।