বাগেরহাটের মোল্লাহাটে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে মোশারেফ হোসেন (৬৫) ও মফিজ (৪০) নামে দুই ব্যক্তি নিহত ও অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ঘাটবিলা গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার নিহত দুই ব্যক্তির ময়নাতদন্তের পর আজ (মঙ্গলবার) দাফন সম্পন্ন হয়েছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, হতাহতের ঘটনা ঘটেছে তবে, এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।