বিশৃঙ্খলা এড়াতে ও টাঙ্গাইলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী।
৬ আগস্ট, মঙ্গলবার সকাল থেকেই এ তৎপরতা চালাতে দেখা গেছে।
শহরের শ্রী শ্রী কালিবাড়ি, ছোট কালিবাড়ি, সাবালিয়া, বাজিদপুর, বটতলাসহ শহরের বিভিন্ন মন্দিরে-মন্দিরে গিয়ে শান্তি-শৃঙ্খলার থাকবে এমন আশ্বাস দেন দায়িত্বরত কমান্ডার আবদুস সবুর।
এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন টাঙ্গাইলের দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল(জিওসি-১৯ পদাতিক ডিভিশন) মাসীহুর রহমান। পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন,আমাদের দেশে কোন সংখ্যালঘু নাই।
সেনাবাহিনীর পরিদর্শনকালে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) হাসান-বিন- মুহাম্মদ আলী উপস্থিত ছিলেন।