পিরোজপুর পৌরসভার অন্তহীন সমস্যা ও এর আশু সমাধানের লক্ষে পৌর প্রশাসকের সাথে বিশিষ্ট নাগরিকদের এক মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়েছে। সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান শনিবার দুপুরে পৌর মিলনায়তনে এ সভার আয়োজন করেন। তিনি পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি)।
অনুষ্ঠানের শুরুতে পৌর প্রশাসক পৌরসভার অভ্যন্তরে বিরাজমান হাজারো জঞ্জাল চিহ্নিত করে সেগুলো দূরীকরণে নাগরিকদের কাছ থেকে প্রস্তাব ও পরামর্শ আহবান করেন। সুনির্দিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ছিল ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সচল রাখা, সুপেয় পানি সরবরাহ, পয়:নিষ্কাশন ব্যবস্থার আধুনীকরন, পিরোজপুর শহরের প্রান দামোদর খালসহ দখলকৃত খাল উদ্ধার, মৃতপ্রায় খাল খনন ও সংস্কার করা, সড়ক বাতি, রিক্সা স্ট্যান্ড নির্মান, বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা রাখা, খাতওয়ারী সরকারি অনুদান জনসন্মুখে প্রকাশকরাসহ হাজারো অভিযোগ উত্থাপিত হয় এ সভায়। পৌর প্রশাসক খানজাদা শাহরিয়ার সব সমস্যা রাতারাতি সমাধান করা না গেলেও অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধানের আশ্বাস দেন সভায়।
এসময় অন্তত ২৫ জন বক্তা বক্তব্য রাখেন। এদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা নূরদিদা খালেদ রবি, বিএনপির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য অ্যাড. আবুল কালাম আকন, প্রেসক্লাব সভাপতি অ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মল্লিক নাছির, সাবেক অধ্যক্ষ আঃ জলিল আকন, বৈশম্য বিরোধী ছাত্র নেতা শাহরিয়ার আমিন সাগর ও মুসাব্বির আহম্মেদ সানি, মির্জা জহুরুল হক, ছাত্রী তামান্না হোসেন, অ্যাড. রহিমা আক্তার হাসি, অধ্যক্ষ আবদুল্লাহীল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব¡ গ্রহনের পর দেশের পৌরসভার মেয়রদের অপসারন করে এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগ দেন।