বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং ফ্যাসিবাদ সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি'র সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, মোস্তফা কামাল বাবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান খান, কাউন্সিল বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েতউল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক রাশেল আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিপন মিয়া প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মনির আহম্মদ।