আগামীকাল প্রথমবারের মত দ্বিপাক্ষীক টি-২০ সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। ঘরের মাঠে অসিদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে স্কটিশরা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল। এডিনবার্গে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। এই সফরে ২টি টি-২০ ও ১টি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরমধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ দিয়ে ইংল্যান্ড সফর শুরু করবে অজিরা। স্কটল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-২০ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অজিএ বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হয়ে যাওয়া বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে একে অপরের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। গ্রুপ পর্বের ঐ ম্যাচটি ৫ উইকেটে জিতেছিলো অসিরা। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার টি-২০ দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার কুপার কনোলি ও মারকুটে ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজেই অভিষেকের সম্ভাবনা আছে ২১ বছর বয়সী কনোলির। ১৫ টি-২০ তে ২২৬ রান ও ৬ উইকেট শিকার করেছেন তিনি।