ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি আক্কাস আলী (৬৫) নামের এক ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে শৈলকূপা থানার সেকেন্ড অফিসার এস আই জলিল জানান বিষ পান করে কুমিরাদহ গ্রামে আক্কাস আলী নামের এক প্রতিবন্ধি মারা গেছে। শৈলকূপা থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।