বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আর্ন্তজাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সব শাসনামলের অপকর্ম ও হত্যাকাণ্ডের বিচার করা হবে।
আইনের হাত থেকে কেউই রক্ষা পাবে না, প্রত্যেকটি ঘটনা চুল ছেড়া বিশ্লেষণ করে সকল অপকর্মকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।
মঙ্গলবার রাতে লঞ্চ যোগে, বুধবার সকালে নাজিরপুর লঞ্চ ঘাটে পৌঁছালে হাজার নেতাকর্মী শুভেচ্ছায় সিক্ত হন।
নাজিরপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনায়, সাবেক এই মন্ত্রী আরো বলেন, এদেশে ছাত্র-জনতা ঐক্য হয়ে, এই স্বৈরাচার সরকার কে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
স্বাধীন বাংলাদেশ কে, নতুন করে ছাত্র জনতা স্বাধীন করে।
আওয়ামী লীগের শাসনামলে, যে সকল ছাত্রদের হত্যা করা হয়েছে, বিভিন্ন নেতাকর্মীদের গুম করা হয়েছে, যে সকল নেতারা দুর্নীতি করেছে, সকল ঘটনারই বিচার করা হবে।
আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনাদের সাথে যারা অপকর্ম করেছে, তাই তাদেরকে আইনের মাধ্যমে নিয়ে কঠিন শাস্তি দিতে হবে।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব, শফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক জান্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার সহ লালমোহন উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।