দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্বসাদিপুর গ্রামের মোঃ সফিকুল ইসলামের পুত্র মোঃ সাব্বির ইসলাম (৩০) কাহারোল থানায় ৩/৯/২৪ ইং তারিখে দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সহ ২০ জনকে আসামি করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে কাহারোল থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানাগেছে গত ৭/৮/২০২৪ ইং তারিখে কাহারোল বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার পথে তেলেঙ্গী বাজারে এজাহার নামীয় আসামীগণ আমাদের মটরসাইকেলের গতিরোধ করে এবং হেড লাইডটি ভেঙ্গে যায়। পরে আসামীগণ দেশীয় অস্ত্রদ্বারা আমাদের শরীরে আঘাত করে যখম করে দেয়। পরে তারা আমাদের সাথে থাকা ডিসকভার ১৩৫ সিসি মটরসাইকেলটি আগুন লাগাইয়া পুরাইয়া দেয় যাহার ইঞ্জিন নং- ঔঘগইঞঅ-৩৩৭৯৮ চেচিস নং- গউ২উ৫ঔঘ২২ঞডঅ৮১৫২৮। অপর আসামীগণ হলেন রামচন্দ্র ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম ফারুখ, সুন্দরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিদুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, কাহারোল উপজেলা যুবলীগ সভাপতি মোঃ মশিউর, মোঃ পলাশ, মোঃ রতন, ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান জাহিদুজ্জামান লিমন, প্রদীপ রায়, সুশীল বাবু, মহাদেব চন্দ্র রায়, হিরা চন্দ্র রায়, বিকাশ রায়, দীপক চন্দ্র, খোকন রায়, ধনেশ্বর রায়, মিঠুন চন্দ্র রায়, বজ্রনাথ সিংহ, তাদের সকলে বিরুদ্ধে কাহারোল থানায় মামলা দায়ের করা হয়েছে। কাহারোল থানার মামলা নং- ২/৮৩ তাং ০৩/০৯/২৪ ধারা ৩৪১/৪২৭/৩২৩/৩৯৪ পেনাল কোড। গতকাল কাহারোল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইনচার্জ বাবুল রায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন।