আমরা দৈনন্দিন জীবন চলার পথে অনেক রকমের দুর্ঘটনার সম্মুখীন হই। দুর্ঘটনা এমনি একটি ঘটনা যা ঘটে অনাকাক্সিক্ষত এবং অপ্রত্যাশিত। এই দুর্ঘটনা কেড়ে নিচ্ছে মানুষের সর্বস্ব। কেউ জীবন হারান আবার কেউ কেউ আহত হন সারা জীবনের জন্য। এমন মর্মান্তিক ঘটনাগুলোর জন্য আসলে কেউই প্রস্তুত থাকে না। হঠাৎ জীবনে নেমে আসে কালো ছায়া। যা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। এমন অপ্রত্যাশিত ঘটনাগুলোর অধিকাংশই সড়ক দুর্ঘটনায় ঘটে থাকে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মা-মেয়েসহ বিভিন্ন স্থানে ১২ জন নিহত হয়েছে। পত্রপত্রিকার খবরাখবর থেকে জানা যায়, গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়েসহ ছয়জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাঝগাতি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম খুলশী থানার পলিটেকনিক এলাকায় কিছুদিন আগে ট্রাকচাপায় এক যুক্তরাষ্ট্রপ্রবাসী নিহত হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। নীলফামারীতে বাবার সঙ্গে দোকানে গিয়ে বিস্কুট কিনে আর বাড়ি ফেরা হয়নি আড়াই বছরের একটি শিশুর। রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত রিকশাভ্যানের চাকার নিচে পড়ে মারা যায় শিশুটি। ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া খালুয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় আটোয়ারী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সীতাকু- (চট্টগ্রাম) পিকআপের ধাক্কায় মোটরসাইকেল উল্টে আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এভাবে সারাদেশে প্রতিনিয়ত শত শত মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিদিন আমরা পত্রিকার পাতায় এমন মর্মান্তিক দুর্ঘটনাগুলোর খবর পেয়ে থাকি অথচ এই বিষয়ে কোনো কাক্সিক্ষত ফলাফল আমরা পাচ্ছি না। প্রতিবছর এভাবে সড়কে ঝরছে অকাল মৃত্যু। সড়কে প্রতিনিয়ত এভাবে প্রাণ ঝরতে থাকলে একসময় দেশ মেধা শূণ্যতায়ও ভুগবে। জনগণ সড়কে এমন অপ্রত্যাশিত মৃত্যু থেকে পরিত্রাণ চায়। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে নিতে হবে দীর্ঘমেয়াদি উদ্যোগ। তাই দুর্ঘটনা এড়াতে এখনি মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্র্যাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহণ; অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো ইত্যাদি বিষয়গুলোর উপর নজরদারি করে সঠিক সমাধান করতে হবে সরকারকেই।