পিরোজপুরের নাজিরপুরে ব্রীজের সাথে ধাক্কা লেগে মো. মিলন হাওলাদার (৩০) নামের এক বালুর ট্রলারের চালকের মৃত হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের কুমারখারী বাজার সংলগ্ন বলেশ্বর নদীর ব্রীজে। জানা গেছে নিহত মিলন হাওলাদার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, ওই দিন বিকাল পৌনে ৩টার দিকে ট্রলারটি বালু দিয়ে ফেরার পথে ওই ব্রীজের সাথে ধাক্কা লেগে চালক নিচে পাড়ে যান। এতে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।