ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফরমের লক্ষ্য নিয়ে মাওলানা মো: মেরাজুল হক মাজহারীকে সভাপতি ও মাওলানা মো: নুরুল আমিন খানকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে সিরাতুননবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মো: সামসুদ্দিনের সভাপতিত্বে মাওলানা মো: নুরুল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,মাওলানা মো: মেরাজুল হক মাজহারী,মাওলানা মো: আবদুস ছাত্তার,মুফতি মো: ফয়েজুল্লাহ আশরাফী,মুফতি মো: মুখলেছুর রহমান,মাওলানা মো: আবদুল হান্নান,মাওলানা মো: ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা মো: আমানুল্লাহ আনসারী,মুফতি মো: সাইদুর রহমান,মাওলানা মো: নাছির উদ্দিন জাফরী,মাওলানা মো: আরিফুল ইসলাম আনসারী,মাওলানা হুসাইন আহমেদ,মাওলানা মো: বোরহান উদ্দিন ফারুকী প্রমূখ। পরামর্শ সভায় ১৭ জন উপদেষ্ঠার নাম ঘোষনা করা হয়। পরে উপস্থিত উপদেষ্ঠাগন সর্বসম্মতিক্রমে মাওলানা মেরাজুল হক মাজহারীকে সভাপতি, মাওলানা ইসলাম উদ্দিন ফারুকীকে সিনিয়র সহ-সভাপতি,মাওলানা আবদুল বারী,মাওলানা মুজাহিদুল ইসলাম,হাবিবুল মুরসালিনকে সহ-সভাপতি,মাওলানা নুরুল আমিন খানকে সাধারণ সম্পাদক, মাওলানা জানে আলম সিদ্দিকী,মাওলানা কবির আহমেদ আজিজ,মাওলানা ইসমাইল হোসেন,মাওলানা জাহিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক,মুফতি সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক,মুফতি মনিরুজ্জামান আল-জামিকে সহ-সাংগঠনিক সম্পাদক,মাওলানা মিজান বিন আবদুল হককে কোষাধ্যক্ষ ও মাওলানা আরিফুল ইসলাম আনসারীকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করে সিরাতুন্নবী(সা:) ফাউন্ডেশন উপজেলা কমিটি ঘোষনা করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।