একবিংশ শতকের সফলতম ব্যান্ড ‘লিংকিন পার্ক’। ২০০০ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘হাইব্রিড থিওরি’ দিয়েই অসামান্য জনপ্রিয়তা পায় এটি। লাইভ কনসার্ট থেকে রেকর্ডকৃত গান কিংবা গ্র্যামি, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের মতো পুরস্কার-সবখানেই দাপট দেখিয়েছে ব্যান্ডটি। সাফল্যে গাঁথা সেই পথচলা আকস্মিক থেমে যায় ২০১৭ সালে, ব্যান্ডের প্রাণভোমরা-ভোকাল চেস্টার বেনিংটনের মৃত্যুতে। সেই স্থবিরতা কাটিয়ে অবশেষে ফিরল অল্টারনেটিভ রক ও মেটালপ্রিয় শ্রোতাদের পছন্দের ব্যান্ড। নতুন ভোকাল হিসেবে দলটিতে যোগ দিয়েছেন এমিলি আর্মস্ট্রং। এই নারী ভোকাল এর আগে ‘ডেড সারা’ ব্যান্ডে ছিলেন। এ ছাড়া ড্রামার হিসেবে যোগ দেবেন কলিন ব্রিটেন। ১৫ নভেম্বর পুরো দল নিয়ে মঞ্চে উঠবে ব্যান্ডটি। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হ্যামবার্গ, লন্ডন, সিওল ও বোগোতায় ছয়টি কনসার্ট করবেন প্রয়াত চেস্টারের সতীর্থরা। তবে তার আগেই নতুন ভোকালে একটি গান প্রকাশ করেছে ‘লিংকিন পার্ক’। ‘দি এম্পটিনেস মেশিন’ শিরোনামের গানটি অন্তর্জালে সাড়াও পাঁচ্ছে বেশ। এটি তাদের নতুন অ্যালবাম ‘ফ্রম জিরো’র প্রথম গান। বর্তমানে ব্যান্ডটির লাইনআপণ্ডমাইক শিনোদা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেল, এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন।