ক্যামেরার সামনে বরাবরই বেশ হাস্যজ্জ্বল এবং আন্তরিক থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে এবার পাপারাজ্জিদের উপর চটলেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও, যেখানে দেখা গেছে অভিনেত্রী শহরের একটি ইভেন্টে যোগদানের পর গভীর রাতে বাড়ি ফিরছিলেন, তখন পাপারাজ্জিরা তাদের ক্যামেরা নিয়ে তাকে অনুসরণ করছিলেন। ঠিক তখন আলিয়াকে অনুসরণ করতে করতে ক্যামেরা নিয়ে একটি প্রাইভেট বিল্ডিংয়ের ঢুকে পড়েন পাপারাজ্জিরা। যদিও আবাসিক কমপ্লেক্সের নিরাপত্তা কর্মী ও আলিয়ার বডি গার্ডরা তাদের থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পাপারাজ্জিরা তা অগ্রাহ্য করে তাদের স্বাভাবিক সীমানা ছাড়িয়ে ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েন। আর তাতেই বেশ বিরক্ত প্রকাশ করেন আলিয়া। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গেছে, বাঁধা দেওয়া সত্ত্বেও পাপারাজ্জিরা আলিয়াকে অনুসরণ করে এলিভেটর পর্যন্ত চলে যাওয়ায় তিনি রেগে গিয়ে দৃঢ়ভাবে ঘটনার প্রতিবাদ জানিয়ে জিজ্ঞাসা করেছেন, ‘আপনারা কী করছেন?’ যখন তখন তারকাদের দেখেই ক্যামেরা নিয়ে তাদের অনুসরণ করা এবং তাদের জীবনের ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে সর্ব সমক্ষে তুলে ধরা নিয়ে হতাশাও প্রকাশ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর ভক্তরা তার এই কথায় সমর্থন জানিয়েছেন, সম্মত হয়েছেন যে ‘এই ভাবে কাউকে অনুসরণ করার একটা সীমা থাকা উচিত।’ এই বিষয়ে একজন ভক্ত মন্তব্য করেছেন ‘ওদের (পাপারাজ্জি) আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে কোন বোধ নেই। ঠিকই করেছেন আলিয়া।’ আরেকজন লেখেন, ‘এটা ঠিক নয়। মিডিয়ার উচিত গোপনীয়তাকে সম্মান করা। সব কিছুরই একটা সীমা থাকা উচিত।’