টানা ১৩ মাস ধরে দলের বাইরে ইবাদত হোসেন। গত বছরের জুলাইয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এ টাইগার পেসার। এরপর লন্ডনে করেন পায়ের অপারেশন। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়ে উঠছেন ইবাদত। এখনই মাঠের খেলায় ফিরতে না পারলেও জাতীয় দলের সঙ্গে ভারত সফরে যাবেন এই ডানহাতি পেসার। শুক্রবার নিজের পুনর্বাসন প্রক্রিয়াসহ মাঠে ফেরা নিয়ে ইবাদত বলেন, ‘আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে। সেখানে বোলিং সাপোর্টটা পাবো, ডাক্তার, ফিজিও, ট্রেনার- সব সাপোর্ট পাবো। বাংলাদেশ দলের মনিটরিংয়ে থাকবো। এ জন্যই হয়তো আমাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে, এরপর সিদ্ধান্ত নেবে।’ চোটের কারণে ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি ইবাদত হোসেন। ছিলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এতে আক্ষেপ থাকলেও মাঠে ফেরার অপেক্ষায় তিনি। ইবাদত বলেন, ‘আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে প্রোগ্রাম দিয়েছেন, সেটা ফলো করছি। এখনো ১০০% এফোর্ট দিয়ে বোলিং করার পারমিশন দেয়নি। আমি ৭০-৮০%, এরকম কাছাকাছি এফোর্টে কাজ করছি।’ বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৭১ উইকেটের মালিক ইবাদত বলেন, ‘অবশ্যই আফসোস হয়। আমি ১৩ মাস খেলার বাইরে। এমন একটা চোটে পড়েছি, সুস্থ হতে অনেক লম্বা সময় নিয়েছে। খেলোয়াড় হিসেবে বাইরে থাকা অনেক কষ্টের। মনে হয় না বেশিদিন লাগবে সুস্থ হতে। আমিও খেলবো। ভালো করার চেষ্টা করবো।’ ফিটনেস ফিরে পেলে ভারত সফরেই মাঠে ফিরতে পারেন ইবাদত। বাংলাদেশ দলের হয়ে ২০ টেস্ট, ১২ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলা এই পেসার বলেন, ‘ফিটনেসটা ওইভাবে যদি উন্নতি হয়, ম্যানেজম্যান্ট যদি সন্তুষ্ট হয়, যদি ওইখানে খেলিয়ে দেয়, তাহলে খেললাম। যদি না হয় তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেগুলো খেলবো।’ এবারের ভারত সফরে দুই ম্যাচের টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯শে সেপ্টেম্বর টেস্ট দিয়ে শুরু হবে এবারের সফর।