কুষ্টিয়ার দৌলতপুরে একটি গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে অন্তত ২৫ জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাগেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানাগেছে, এবছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সনাক্ত হয়। পরবর্তীতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। শুক্রবার পর্যন্ত অন্তত ২৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী। এরফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুতে আক্রান্তরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হওয়ায় তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী ও স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।ধর্মদহ গ্রামের ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, আমার জানা মতে অন্তত ২৫ জনের বেশি ডেঙ্গু সনাক্ত হয়েছে। এদেরমধ্যে কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হয়েছেন। ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জানান, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত ধর্মদহ গ্রামের মানুষ এ বিষয়ে খুব একটা সচেতন না। যার কারণে তারা আক্রান্ত হচ্ছে বেশি। এ রোগ সম্পর্কে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা। ডেঙ্গু রোগের বিষয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আবদুস সালাম জানান, আগস্ট মাসে ধর্মদহ গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী নামে একজনের মৃত্যু হয়েছে। দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত ও একজনকে ভর্তি করা হয়েছে।