খাগড়াছড়িতে বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের শাপলা চত্তরের মুক্তমঞ্চ পরিনত হয় জনসমুদ্রে। কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। বাংলাদেশ গড়তে চাই রঙধনুর মতো। একটি রংধনুর যেমন অনেক রং থাকে ঠিক তেমন বাংলাদেশে ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের বিশ্বাসী মানুষদের নিয়ে সম্প্রীতির দেশ গড়তে হবে পাহাড়ের সবাইকে নিয়ে। ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবিধানে সকলকে সমান অধিকার দেয়া হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, পাহাড়ি ভাই ও বোনেরা আপনারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে সংরক্ষণ করুন। বিভিন্ন ভাষা, সংস্কৃতির এক বাংলাদেশ গড়তে চাই আমরা সবাই মিলে। এ বার্তা এ অঞ্চলের গড়ে গড়ে পৌঁছে দিতে হবে। সম্প্রীতির সমাবেশে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের তৈরী করা মুক্তমঞ্চে সমাবেশ করতে পারছি। আজকে আমরা মুক্ত। কোথায় পুলিশ? কোথায় সন্ত্রাসীরা। দীর্ঘ প্রায় ১৫ বছর পর বিনা বাঁধায় খাগড়াছড়ি জেলা বিএনপির শাপলা চত্বরে সমাবেশ করে। বিএনপির এই সম্প্রীতির সমাবেশ পরিনত হয় জনসমুদ্রে। সে সাথে পরিণত হলো পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন জাতি-গোষ্ঠীর মিলন মেলায়। জনতার স্রােতে খাগড়াছড়ি শহরে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দীঘি যানজটের সৃষ্টি হয় টাউন হলে এলাকা এবং চেঙ্গী স্কয়ার থেকে বাসটার্মিনাল ও চেঙ্গী ব্রিজ পর্যন্ত। সমাবেশ থেকে ফেরার পর বিশাল গাড়ির বহর দেখা যায় আলটিলা ২কি:মি: এলাকা জুড়ে।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।