কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুরে পানিত ডুবে আশিক(১২) ও তামিম (১৩) নামে দুই।শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে এ দুই শিশু গোসল করতে নেমে সাঁতার না জনায় তারা ডুবে মারা যায়। পরে শনিবার বিকেলে লাশ ভেশে ওঠে। এ খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে।