টাঙ্গাইলের ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির ২১ সদস্যের এডহক কমিটি শনিবার (০৭ সেপ্টেম্বর) গঠন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক বর্ধিত সভায় উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সভাপতি ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধানশিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার, শাহবাজ উদ্দিন মিঞা, মমতাজ মহল, সহকারী প্রধানশিক্ষক- এসএম ছাত্তার, আবদুল লতিফ, মোমিন তরফদার, সহকারী শিক্ষক- মাহবুব আলম চৌধুরী, মোবারক হোসেন, রহমান চকদার, রুখসানা আক্তার ও অফিস সহকারী আবদুল কাদের।
মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।