পাকিস্তানের পর এবার ভারতে এক ব্যক্তির শরীরে এমপক্সের সন্দেহজনক এক সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। ওই ব্যক্তি সম্প্রতি ভাইরাসের প্রাদুর্ভাবে ভুগছে-এমন একটি দেশ থেকে ফিরেছেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে আশ্বস্ত করা হয়েছে।
জানা গেছে, এমপক্সের সংক্রমণ মোকাবিলা করতে আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানে এমপক্স পৌঁছে যাওয়ার মধ্যেই গত মাসে ভারত সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়। ভারতের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নজর রাখা হয়েছে বাংলাদেশ সীমান্তেও।
এমপক্সে আক্রান্ত ব্যক্তি এবং এমপক্সের উপসর্গ থাকা ব্যক্তিদের আলাদাভাবে রাখার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়।
এছাড়া আগামী ২ অক্টোবর থেকে এমপক্স সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে ওঠা কঙ্গোয় এমপক্সের টিকাদান শুরু হবে। সম্প্রতি কঙ্গোর রাজধানীতে এমপক্সের টিকাও পৌঁছে গেছে। এই টিকা তৈরি করেছে ডেনমার্কের সংস্থা বাভারিয়ান নর্ডিক। আর সেটা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের ‘হেরা’। যে প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইউনিয়নের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের দেখভাল করে থাকে।