রংপুরে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ ৫৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে আদালতের নির্দেশে দুপুরে নিউ জুম্মাপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এবং ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম, এ সময় মেরাজুলের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ।উৎসুক জনতারাও সেখানে ভিড় করে।
নিহত মেরাজুল ইসলামে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি রংপুর সিটি বাজারের ফল ব্যবসায়ী ছিলেন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে নিহত হন মেরাজ।উল্লেখ্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় ২১ জনকে আসামি করে মামলাকরেন নিহতের মা আম্বিয়া খাতুন।