বিরলে ২০২৫-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২১০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা।
উপজেলার ১২ টি ইউনিয়নের ৬০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে মাসকলাই বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং ১৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফসার মোস্তফা হাসান ইমাম, পাট উন্নয়ন অফিসার কার্তিক চন্দ্র রায়, উপণ্ডসহকারী উদ্ভীদ সংরক্ষন অফিসার শাহজাহান আলী, উপণ্ডসহকারী কৃষি অফিসার আয়েশা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।