রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত কবি হেয়াত মামুদ কিন্ডার গার্ডেন স্কুলটির অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়মও অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে অনেক অভিভাবকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক অভিযোগে জানা গেছে, বিগত ১৯৮৯ কবি হেয়াত মামুদ কিন্ডার গার্ডেন স্কুলটি উপজেলা পরিষদের জায়গায় স্থাপিত হয়। এদিকে বিগত ১৯৯৯ সনে ধাপেরহাট মনিকৃষ্ণসেন ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাহবুবার রহমান কবি হেয়াত মামুদ কিন্ডার গার্ডেন স্কুলটিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ২টি প্রতিষ্ঠানেই দায়িত্বরত আছেন।
্এদিকে অধ্যক্ষ হিসেবে মাহবুবার রহমান ওই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই শিক্ষক/কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, চাকুরী খাওয়ার হুমকি, বই বাণিজ্য, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে মোটা অংকের অর্থ গ্রহন ছাড়াও নিকতাত্নীয়দের কৌশলে চাকুরীতে নিয়োগ দিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা ৬ শতাধিক। এ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকা বেতন উত্তোলিত হয়। উল্লিখিত টাকা থেকে প্রতিষ্ঠানটির ৩১ জন শিক্ষক কর্মচারীর বেতন প্রদানের পর অতিরিক্ত অর্থের প্রকৃত হিসাব প্রদান করেন না। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষকদের অধিকাংশই অধ্যক্ষের নিকট আত্মীয়। নাম প্রকাশ না শর্তে একজন শিক্ষক জানান অধ্যক্ষ স্যার কোন প্রকার পাঠদান ছাড়াই হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে তার কর্মস্থল কলেজে যান। ফলে বিদ্যালয়টির প্রশাসনিক কাঠামোর নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সার্বিক এ পরিস্থিতিতে অনেক অভিভাবক এর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা এ ব্যাপারে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবার রহমানের সাথে কথা হলে তিনি জানান, দুই জায়গায় কর্মরত আছি, এটা ঠিক। তবে কোন অনিয়ম ও দূর্নীতি করিনি। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সঙ্গে কথা হলে তিনি বলেন, যেহেতু এটি বেসরকারী প্রতিষ্ঠান। এ গুলো ম্যানেজিং কমিটির বিষয় ,এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই’।