কয়রা উপজেলায় সিআরএ (কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট) ভ্যালিডেশন কার্যক্রমের অংশ হিসাবে, ডিআইডিআরএম প্রকল্পটি মহারাজপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের ঝুঁকির মূল্যায়নের পদ্ধতিগুলি নিয়ে কাজ করছে। ডিজাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের কারিগরি সহায়তা এবং সিবিএম গ্লোবাল সুইজারল্যান্ডের অর্থায়নে খুলনা অঞ্চলে কারিতাস বাংলাদেশ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। উল্লেখযোগ্যভাবে, সিআরএ ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পূর্ণ অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়েছে। তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে, প্রকল্পটি সিআরএ-তে অন্তর্ভুক্তির জন্য একটি নতুন নজির স্থাপন করেছে। প্রকল্পের বিভিন্ন বিষয় নিয় এক কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার
মোঃ মামুনার রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মনোয়ারা খাতুন। এতে আরও বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিসের কর্মসূচি কর্মকর্তা মিসেস নুরজাহান সুলতানা, প্রকল্প ব্যবস্থাপক জনাব সুব্রতো মল্লিক, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার এ্যান্টনি পলক হালদার, ফিল্ড অফিসার হাসিবুল হোসেন টুটুল, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি কর্মকর্তা আব্দুল্লাহ আল শাইম, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, মাওলানা মাসুদুর রহমান, মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ প্রতিবন্ধি সদস্যরা অংশগ্রহণ করেন।