ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা আমীর মাওলানা কাজী আবুল বাশার এর সভাপতিত্বে উপজেলা সাধারন সম্পাদক মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারী মো: মোবারক হোসেন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মো: গোলাম ফারুক।
আমন্ত্রিত অতিথি বৃন্দের মাঝে বক্তব্য রাখেন শ্রীকাইল কলেজের সাবেক প্রফেসর দেওয়ান মো: নকিবুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা সেক্রেটারী মো: মাজেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা মানব সম্পদ সেক্রেটারী জোনায়েদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রচার সেক্রেটারী কাজী সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা এসিসটেন্ট সেক্রেটারী মো: আমিনুল ইসলাম।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: আরিফ ভূঁইয়া, মো: হাসান, মাওলানা মো: আকরাম হোসেন, সগির আহমেদ। ওই অনুষ্ঠানে ৪ টি শহীদ পরিবারের মাঝে ২ লক্ষ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আলী লিটন, মো: মতিউর রহমান, মো: আনিসুর রহমান সহ উপজেলার বিভিন্ন গ্রামের জামায়েত ইসলামি নেতা কর্মীগন। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।