পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে সাইদুল ইসলাম সরদার (৪০) নামে এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আপন ভাগনি জামাই সিদ্দিক হোসেন(৪০)। নিহত সাইদুল পাশ্ববর্তী চাটমোহর উপজেলার সেনগ্রামের মৃত মজিবুর সরদারের ছেলে ও আহত সিদ্দিক ভাঙ্গুড়া উপজেলার পরমান্দপুর গ্রামের মৃত আবদুল হামিদ ফকিরের ছেলে। বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর-এরশাদনগর সড়কের নৌবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা সরদার জাফর ইকবাল হিরোক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুর ১২ টার দিকে মোটরসাইকেল যোগে বিশাকোল গ্রামে গরু কিনতে যাচ্ছিলেন গরুর ব্যাপারী সাইদুল ও তার ভাগনি জামাই সিদ্দিক। পথিমধ্যে উপজেলার নৌবাড়িয়া গ্রামে পৌঁছালে একটি ইট বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তারা। এ সময় ট্রলির চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হন সাইদুল।এ ঘটনায় সামান্য আহত হন সিদ্দিক। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক মানবজমিনকে বলেন,ঘটনাটি তার জানা নাই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।