বেদখলে থাকা ৩৪ বছর পর ভোগ দখলে নিলেন সম্পত্তি। প্রভাবশালীদের দখলে থাকা বাবার সম্পত্তি নিজেদের দখলে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৭ বোন। ঘটনাটি ঘটেছে শনিবার বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার মেইন রোডে। এ সময় বহু নারী পুরুষ ঘটনাটি প্রত্যক্ষ করতে ভিড় জমান।
জানা যায়, পৌর এলাকার মেইন রোডে সারিয়াকান্দি মৌজার ১৩৬/১৩৭/১৭৯ নম্বর দাগের ১১ শতক জমি ক্রয় করেন পার্শ্ববর্তী তিতপরল গ্রামের নুরুল ইসলাম নামের ব্যক্তি। জমি ক্রয়ের ৭ বছর পর বাদি হয়ে পেনসন মামলা দায়ের করেন মাসুদুর রহমান হিরু মন্ডল। মাসুদুর রহমান হিরু মন্ডল ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত জসিম মন্ডলের ছেলে। সে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। সে এলাকার প্রভাবশালী লোক হওয়ায় তার বিরুদ্ধে কখনো মুখ খুলতে পারেননি বিবাদিরা। নূরজাহান বেগম, হেলেনা বেগম, ফিরোজা বেগম ও বেলি সহ সাত বোনকে পাত্তাই দেননি হিরু মন্ডল। সাত বোনেরা জমি নিয়ে এ পর্যন্ত ৩২ টি অভিযোগ দায়ের করেছেন তাও কোন ফয়সালা হয়নি। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে মামলার রায় পাওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে ঐ সাত বোন জমিটি দখলে নেন। কোন ভাই না থাকায় সাত বোন ৭ আগস্ট ২০২৪ পুনরায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সাত বোনের উপস্থিতে সাংবাদিকদের বেলি আক্তার বলেন, আমাদের কোন ভাই নেই। আমার বাবা নূরুল ইসলাম জমি ক্রয়ের ৭ বছর পর অগ্রহণযোগ্য পেনসন মামলা করেন হিরু মন্ডল। সেই মামলার রায় পাওয়ার পর আমার বাবার হাতে নির্মাণ করা দোকান ঘরে আমরা আসি। আজকে আমাদের খুব ভালো লাগছে।
প্রতিপক্ষ মাসুদুর রহমান হিরু মন্ডল বলেন, যেহেতু তারা মেয়ে মানুষ আমি সরজমিনে তাদের সাথে গ্যাঞ্জাম করতে চাই না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। আইনে যা হয় তাই হবে।