ঘরের মাঠে অন্যরকম জার্সিতে নিজেদের হারিয়ে খুঁজলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়াম থেকে পয়েন্ট নিয়ে ফিরলো ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রাতে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে ম্যানসিটি। কিন্তু তাদের আক্রমণগুলো ছিল ছন্নছাড়া। দলের সেরা তারকা আরলিং হালান্ড একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার ফলে ভুগেছে সিটি। প্রথমার্ধে দুটি সুযোগ অল্পের জন্য নষ্ট করেন হাল্যান্ড। তার হেড কিপার ইয়ান সমার লাইনে থেকে লাফিয়ে রুখে দেন। তারপর তার শক্তিশালী নিচু শট পোস্টের বাইরে দিয়ে যায়। আইনরিখ মিখিতারিয়ান অবিশ্বাস্যভাবে একটি সুযোগ নষ্ট করলে সিটি ভক্তরা দীর্ঘশ্বাস ফেলেন। আট গজ দূর থেকে নেওয়া তার রকেট গতির শট তাকে বিস্মিত করে বারের ওপর দিয়ে যায়। শেষ মুহূর্তে ইলকাই গুন্ডোগান দুটো সহজ সুযোগ নষ্ট করে সিটি ভক্তদের আক্ষেপে ভাসান। একবার সরাসরি শট মারেন কিপারের দিকে। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বারের ওপর দিয়ে বল মারেন। ম্যাচে ৬০ ভাগ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় সিটি, যার মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩ শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল ইন্টার মিলান। প্রথমার্ধে ফিকে পারফরম্যান্সের পর অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল সিটি। কিন্তু গোলমুখ খুলতে পারেনি।