বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া বাজারে জায়গা জমি সংক্রান্ত মামলার জের ধরে বিরোধপুর্ন একটি ইলেকট্রনিক্স দোকান ঘর ভাংচুর ও মালামাল লুটের ঘটনায় চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বড়বাড়ীয়া গ্রামের মৃত: মো: শহিদুল ইসলাম হালিমের ছেলে, পলাশ ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী মো: জিয়াউল হক পলাশ এব্যপারে বড়বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতানকে বিবাদী করে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রধান শিক্ষক বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটের সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যের সাথে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র সহ দোকান ঘরটি ভাংচুর করে ও দোকানে থাকা মালামাল ভাংচুর ও লুটে নেয়। ঘটনার সময় বাদী জিয়াউল হক দোকানে না থাকায় তার ১০ থেকে ১২লক্ষ টাকার ক্ষতি হয় বলে উল্লেখ করেন।
এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি তদন্ত হাজী মো: শফিউল আলম জানান, বিষয়টি তদন্তের জন্য বড়বাড়ীয়া পুলিশ ফাঁড়ীর আইসিকে নির্দেশ প্রদান করা হয়েছে। এব্যপারে প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান জানান, জিয়াউল ইসলাম পলাশ বিদ্যালয়ের জায়গা দখল করায় সৃষ্ট ঘটনাটি ঘটেছে।