আগামী রোববার পৃথিবীর আকাশে ভেসে উঠবে দ্বিতীয় চাঁদ! এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, দ্বিতীয় চাঁদটি মূলত হলো একটি ছোট গ্রহাণু। এটি পৃথিবীর মহাকর্ষণে ঘূর্ণায়নে ধরা পড়বে এবং এটি অস্থায়ী। যা ‘মিনি মুন’ নামেও পরিচিত। গ্রহাণুটির নাম ‘২০২৪ পিটি৫’। আগামী রোববার থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেখা মিলবে এই দ্বিতীয় চাঁদের। তবে শুধু মহাকাশচারীরা এটি দেখতে পাবেন। টেলিস্কোপ ছাড়া সাধারণ মানুষের দ্বিতীয় চাঁদ দেখার সুযোগ নেই। গত ৭ আগস্ট নাসার অ্যাসট্রিওড টারেসট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট এলার্ট সিস্টেমে (এটিএলএএস) এই ছোট গ্রহাণুটি ধরা পড়ে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রিসার্চ নোটে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এর গতিপথ বের করেছেন। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, আকারে ছোট নতুন চাঁদটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত। এই গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরত্বে অবস্থিত। এটি অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে, এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে।