দিনাজপুরের পার্বতীপুর ভবেরবাজারে মহির উদ্দিন (৭০) নামে এক সবজি বিক্রেতা তেলের লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। রোববার সকাল ৭টায় দিনাজপুর থেকে পার্বতীপুর ভবেরবাজারে আসা লরিটি আটক করেছে লোকজন। তবে, চালক ও হেল্পার পালিয়ে যায়।
নিহত মহির উদ্দিন উপজেলার মনমথপুর (হাজী পাড়ার) চরকডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, মহির উদ্দীন বৃদ্ধ বয়সে গ্রামে-হাটে সবজি বিক্রি করতেন তার পরিবারের তিনি মাত্র অর্থ উপার্জনকারি।
পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে বের ভবেবাজারে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পরিবারের এমন একজন উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা প্রায়।
পার্বতীপুর থানা মডের ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় জানান, তেলের লরির সামনের চাকা বাস্ট হওয়ায় এই দূর্ঘটনা ঘটে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তেলের লরি আটক করা হয়েছে। চালক ও হেল্পার পলাতক রয়েছে।